ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোল্ডেন এইজে প্রবেশ করেছে আমেরিকা: ট্রাম্প

প্রকাশিত: ১১:৩৩, ২২ জানুয়ারি ২০২৫

গোল্ডেন এইজে প্রবেশ করেছে আমেরিকা: ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় শপথ নিলেন এবং "সাধারণ জ্ঞানের বিপ্লব" আনার ডাক দিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শিগগিরই ব্যাপক নীতিমালার পরিবর্তন করবেন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষ লক্ষ অনিবন্ধিত অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো।

“আমেরিকার স্বর্ণযুগ আজ থেকেই শুরু হচ্ছে,” তাঁর আধঘণ্টার উদ্বোধনী বক্তৃতায় ট্রাম্প ঘোষণা করেন। “এখন থেকে আমেরিকার পতন থেমে যাবে। আমরা এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাব—জয় এবং সফলতার উচ্চতায়। এমন কোনো স্বপ্ন নেই যা আমরা অর্জন করতে পারব না। আমরা ভাঙব না, আমরা ব্যর্থ হব না।

"প্রতিদিন আমি আপনাদের জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করব। যতক্ষণ না আমরা আমাদের সন্তানদের এবং আপনাদের প্রাপ্য এক শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা গড়ে তুলতে পারি, ততক্ষণ আমি বিশ্রাম নেব না। এটাই হবে আমেরিকার সত্যিকারের স্বর্ণযুগ।"

তথ্যসূত্রঃ https://www.voanews.com/a/donald-trump-set-to-assume-us-presidency-again/7942954.html

মারিয়া

×