ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিষেকের দিনই ২০টির বেশি মিথ্যা বললেন ট্রাম্প 

প্রকাশিত: ১০:৫১, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১০:৫১, ২২ জানুয়ারি ২০২৫

অভিষেকের দিনই ২০টির বেশি মিথ্যা বললেন ট্রাম্প 

ছবি: সংগৃহীত

 

দায়িত্ব নেওয়ার দিনই বিশটির বেশি মিথ্যা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আলোচিত সব বিষয়ে দিয়েছেন ভুল তথ্য। এমনটি বলছে সিএনএন সূত্র। 

শপথ নেওয়ার সময় স্পেনকে চীন রাশিয়ার জোট সদস্য বানিয়ে হুমকিও দিয়েছে ট্রাম্প। অথচ দেশটির এর সাথে কোন সম্পর্কই নেই। 

মিথ্যা বলার বেশ কুখ্যাতি আছে টোনাল্ড ট্রাম্পের। এ ছাড়াও প্রতিপক্ষকে নানা ধরনের মিথ্যা কথার ইতিহাস আছে তার এর আগেও। এবার তার সেই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন শপথ নেয়ার পরও। অভিষেকের দিন মিথ্যা বলেছেন বিশটিরও বেশি।
 
সেখানে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে আগে তো হয় চীনের উপর শুল্ক আরোপ করেছিলেন তিনি। অথচ ১৭৮৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করেছে চীন। বাণিজ্য ইস্যুতে ইইউ নিয়ে ভুল তথ্য দিয়েছেন তিনি। 

বাইডেনের সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন ডেমোক্রেট নেতার আমলে সর্বোচ্চ মূল্য স্মৃতি দেখেছে মার্কিনিরা। তবে যা সত্য নয়।
 
এছাড়াও অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা দিতে গিয়েও তিনি বলেছেন, বাইডেনের দুর্বল সীমান্ত নীতির কারণে মানসিক রোগীদের ঢল নেমেছে যুক্তরাষ্ট্রে।
 
এরপর তিনি বলেন যুক্তরাষ্ট্রের শুধু জন্মসূত্রেই নাগরিকত্ব পাওয়া সম্ভব অথচ পার্শ্ববর্তী দেশ কানাডাতেও রয়েছে একই নীতি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=bmIrG2jm3kM

×