ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিটলারের মতো স্যালুট, কীসের ইঙ্গিত দিচ্ছেন ইলন মাস্ক?

প্রকাশিত: ০৮:৫৬, ২২ জানুয়ারি ২০২৫

হিটলারের মতো স্যালুট, কীসের ইঙ্গিত দিচ্ছেন ইলন মাস্ক?

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এক অধ্যায় শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে। তবে শপথ অনুষ্ঠান শেষে বিজয় র‌্যালিতে ঘটে যাওয়া এক ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে। প্রযুক্তি উদ্যোক্তা এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের এক অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় তুলেছে।

ইলন মাস্ক, যিনি গত এক দশকে অভিনব সব প্রযুক্তি এবং বিপ্লবী আবিষ্কারের জন্য প্রশংসা কুড়িয়েছেন, এবার সমালোচনার মুখে পড়েছেন তার আচরণের জন্য। র‌্যালিতে বক্তব্য দেওয়ার সময় ইলন মাস্ককে নাৎসি বাহিনীর বহুল পরিচিত "হিটলার স্যালুট"-এর মতো একটি অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

মাস্ক মঞ্চে উঠে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানাতে শুরু করেন দর্শকদের উদ্দেশ্যে, তাকে বিজয়ী করার জন্য। বক্তব্যের একপর্যায়ে তিনি তার ডান হাত বুকের বাম পাশে স্পর্শ করেন এবং পরে তা উপরে তুলে চিৎকার করে বলেন, “ইয়েস!”। এরপর উপস্থিত দর্শকদের উদ্দেশে একই অঙ্গভঙ্গি করেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে মাস্কের এই অঙ্গভঙ্গিকে নাৎসি স্যালুটের সঙ্গে তুলনা করছেন, যা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। আবার কেউ কেউ এটিকে নিছক কাকতালীয় বা আবেগঘন মুহূর্তের বহিঃপ্রকাশ বলছেন।

মাস্কের সমর্থকরা বিষয়টি হালকাভাবে নিলেও, সমালোচকরা এটিকে দুঃখজনক এবং অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। ট্রাম্প প্রশাসন এবং ইলন মাস্কের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

ঘটনার সত্যতা যাই হোক, এই অঙ্গভঙ্গি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আলোচনাকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মারিয়া

×