কামলা হারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টানা তিন লড়াইয়ে একবার পরাজিত হয়ে আবারও জয়ের খাতায় রেকর্ড গড়লেন তিনি।
জনপ্রিয় এই প্রেসিডেন্টের পিছনে রয়েছে নানা উত্থান-পতন ও বির্তকের ইতিহাস। ব্যাপক পরিচিতি, কৌশলে রাজনীতি, হেনস্থ আর কটুক্তি সব মিলিয়ে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ৪৭ প্রেসিডেন্ট হিসেবে সোমবার নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ ঐতিহ্য অনুযায়ী বাইবেলে হাত রেখে শপথ নেওয়ার বদলে ট্রাম্প কেবল ডান হাত উঁচু করে শপথ নিয়েছেন।
উক্ত শপথ অনুষ্ঠানে দুইটি বাইবেল আনা হয়েছিল। একটি ১৮৬১ সালের আব্রাহাম লিংকনের ব্যবহৃত বাইবেল আর অন্যটি ট্রাম্পের মা ও ট্রাম্পের একটি পারিবারিক বাইবেল। প্রথা অনুসারে এগুলোর উপর হাত রেখে শপথ নেওয়া কথা ছিল ট্রাম্পের।
এনিয়ে নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেও আবার প্রশ্ন তুলছেন বাইবেলে হাত না রাখার কারণে কি তার শপথ কার্যকর বিষয়টি।
সূত্র: https://www.youtube.com/watch?v=P_K9pLvUV9s
আশিক