ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের প্রশংসা করেছেন। পুতিন ট্রাম্পের প্রচারণাকে “সাহসী” বলে আখ্যা দিয়ে তার জয়ের প্রশংসা করেন।
কিন্তু সোমবার, হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়, ট্রাম্প পুতিনের প্রতি এমন কোনো সৌজন্যতা দেখাননি। বরং, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি কঠোর মন্তব্য করেন, অভিযোগ করেন যে, ইউক্রেনে যুদ্ধের মাধ্যমে পুতিন “রাশিয়াকে ধ্বংস করছেন”।
“তিনি খুব ভালো অবস্থায় নেই,” সোমবার সন্ধ্যায় ট্রাম্প সাংবাদিকদের বলেন। “রাশিয়া বড় দেশ, তাদের আরও সৈন্য হারানোর সামর্থ্য আছে, কিন্তু এভাবে একটি দেশ পরিচালনা করা যায় না।”
এই ঘটনার কারণে রাশিয়ায় ট্রাম্পের প্রত্যাবর্তনের উদযাপন ম্লান হয়েছে। কারণ রুশ কর্মকর্তারা জানেন ট্রাম্প পূর্বানুমান করা কঠিন। যদিও ২০১৮ সালে হেলসিঙ্কির এক সম্মেলনে তিনি পুতিনের কথা নিজের গোয়েন্দা সংস্থাগুলোর চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
পুতিনের সঙ্গে শিগগিরই কথা বলার ইঙ্গিত
ট্রাম্প সোমবার জানান, তিনি পুতিনের সঙ্গে “খুব শিগগিরই” কথা বলতে পারেন। মঙ্গলবার, পুতিনের পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ জানান, রাশিয়া ট্রাম্পের মন্তব্য বিবেচনায় নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনা বিষয়ে সংকেতের অপেক্ষায় রয়েছে।
“আমরা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনার জন্য প্রস্তুত এবং খোলা মনে আছি,” উশাকভ বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পুতিনের পরিকল্পনা
রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হলেও প্রতিদিন ১,০০০-এর বেশি সৈন্যের মৃত্যুর মাশুল দিচ্ছে বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার, ট্রাম্প বলেন, “অনেকে ভেবেছিল এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। আমি মনে করি, এই যুদ্ধ শেষ করা পুতিনের জন্য মঙ্গলজনক হবে।”
পুতিন ইতোমধ্যে তার মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন। গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে মস্কোতে স্বাগত জানিয়ে একটি সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। একইসঙ্গে, মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে “আন্তর্জাতিক সিস্টেম রক্ষা” বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
পুতিন জোর দিয়ে বলেছেন, তিনি “দীর্ঘমেয়াদী শান্তি” চান এবং রাশিয়ার স্বার্থ রক্ষা করতে লড়াই চালিয়ে যাবেন। তবে, পশ্চিমা নেতাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের আগে তিনি তার অবস্থান দৃঢ় করার বার্তা দিয়েছেন।
সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস
মো. মহিউদ্দিন