ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রাম্প আসছে ,অভিবাসীরা কাঁপছে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:২৭, ২২ জানুয়ারি ২০২৫

ট্রাম্প আসছে ,অভিবাসীরা কাঁপছে

ছবিঃ সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার মতে, অবৈধ অভিবাসীরা মার্কিনিদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে। তিনি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। 

মেক্সিকো সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। ট্রাম্প প্রশাসন এই প্রবাহ রোধে সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সীমান্ত সুরক্ষা জোরদার করতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। 

এছাড়া, ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি পুনর্বিবেচনা করছেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে উল্লেখ রয়েছে। 

এই পদক্ষেপগুলো অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

জাফরান

×