ফিলিস্তিনি মানবাধিকারকর্মী খালিদা জারা
প্যালেস্টিনিয়ান রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী এবং নারীবাদী কর্মী খালিদা জারার, যিনি সপ্তাহান্তে প্রথম বন্দী-বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আল জাজিরা আরবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কারাগারের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
জারা, যিনি বামপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে কারাবন্দী ছিলেন। আগস্ট মাসে তাকে ইসরায়েলের রামলা কারাগারে একাকী সেলে স্থানান্তর করা হয়, যেখানে তাকে ২ মিটার বাই ১.৫ মিটার (৬.৫ ফুট বাই ৫ ফুট) মাপের একটি ছোট্ট কক্ষে রাখা হয়।
জারা আরো বলেন, সেই সেলে কোনো বায়ুপ্রবাহ ছিল না, যেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাত। পানির সরবরাহ প্রায়ই কেটে দেওয়া হতো।
তিনি আরও বলেন, একাকীত্বে কাটানো প্রথম সপ্তাহে তাকে সেল থেকে একদমই বের হতে দেওয়া হয়নি, আর তার খাবার ইচ্ছাকৃতভাবে দেরিতে দেওয়া হতো। প্রহরীরা তার সাথে অমানুষিক আচরণ করেতেন।
সাজিদ