ছবিঃ সংগৃহীত
রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যদিও ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথগ্রহণের পরও কিয়েভ ও মস্কো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার কোনো ইঙ্গিত দেয়নি। উভয় পক্ষেই মঙ্গলবার রাতভর আক্রমণের পাল্টা আক্রমণ চলেছে।
রাশিয়া-ইউক্রেন: দুই পক্ষের হামলা
রাশিয়া দাবি করেছে, তারা ৫৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার বেশিরভাগই সীমান্তবর্তী অঞ্চলে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেন জানিয়েছে, তারা ভোরোনেজ অঞ্চলের লিস্কি শহরের কাছে একটি তেল ডিপোতে আঘাত হানে, যা গত এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আগুনে পুড়ল।
রাশিয়ার গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানিয়েছেন, আগুন ড্রোন ধ্বংসাবশেষ থেকে সৃষ্টি হয়েছে এবং এতে কেউ আহত হয়নি।
ইউক্রেন আরও দাবি করেছে যে, তারা স্মলেনস্ক শহরের একটি বিমান নির্মাণ কারখানায় আঘাত করেছে, যেখানে যুদ্ধবিমান তৈরি করা হয়।
ইউক্রেনের বিমানবাহিনী জানায়, তারা রাশিয়ার ছোড়া ১৪১টি ড্রোনের মধ্যে ৯৩টি ধ্বংস করেছে। বাকিগুলো হয় গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে অথবা ফিরে গেছে।
ভূখণ্ড দখল এবং যুদ্ধক্ষেত্রের অবস্থা
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ডনেটস্ক অঞ্চলের ভভকোভে গ্রাম দখল করেছে। এটি পোকরোভস্ক শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ইউক্রেন এখনো এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ট্রাম্পের শান্তি প্রস্তাব: কেবল প্রতিশ্রুতি?
ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে জানিয়েছেন যে, তিনি একটি শান্তি চুক্তি করতে চান। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ ব্যাপারে রাজি হবেন।
ট্রাম্প রাশিয়ার অর্থনৈতিক চাপে থাকা অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, পুতিন যদি শান্তি চুক্তি না করেন, তবে তিনি রাশিয়ার আরও ক্ষতি করবেন।
তবে এখন পর্যন্ত ট্রাম্প তার শান্তি পরিকল্পনা সম্পর্কে কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা দেননি। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ক্রিমিয়া এবং চারটি ইউক্রেনীয় অঞ্চলের ওপর রাশিয়ার দখল বজায় রাখতে দেবেন।
রাশিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, মস্কো এখনো ওয়াশিংটনের কাছ থেকে কোনো নির্দিষ্ট প্রস্তাব পায়নি।
তথ্যসূত্রঃ আল-জাজিরা
মারিয়া