ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাতিল হচ্ছে ঘরে বসে অফিস করার সুযোগ

প্রকাশিত: ১৯:২৬, ২১ জানুয়ারি ২০২৫

বাতিল হচ্ছে ঘরে বসে অফিস করার সুযোগ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে ফেডারেল কর্মচারীদের পুরো সময় অফিসে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওয়াশিংটনের একটি অ্যারেনায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এই আদেশসহ আরও কয়েকটি নির্বাহী আদেশে সই করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাহী শাখার বিভাগ ও এজেন্সি প্রধানদের রিমোট ওয়ার্ক বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থার অবসান ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেল কর্মচারীদের তাদের নির্ধারিত দায়িত্বকেন্দ্রে পূর্ণ সময় উপস্থিত হয়ে কাজ করতে হবে। তবে প্রয়োজন অনুযায়ী বিভাগ ও এজেন্সি প্রধানরা বিশেষ অনুমতি দিতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই নির্দেশ প্রযোজ্য আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর করা হবে। তবে আদেশটির ভাষা থেকে বোঝা যায়, এটি বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হতে পারে। বিশেষত, সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলো এ ধরনের উদ্যোগের বিরোধিতা করছে।

কোভিড-১৯ মহামারির সময় কর্মীরা অনলাইনে কাজ করতেন, যা ভাইরাসের বিস্তার রোধে সহায়ক হয়েছিল। এই নীতি কর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এটি তাদের ব্যক্তিগত জীবনে নমনীয়তা এনে দেয়।

তবে ট্রাম্পের প্রধান সমর্থকদের মধ্যে, যেমন বিলিয়নিয়ার ইলন মাস্ক, রিমোট ওয়ার্ককে অকার্যকর বলে সমালোচনা করেছেন এবং ফেডারেল কর্মীদের অফিসে পূর্ণ সময় কাজ করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: দ্য ইকোনমিকস টাইমস

নাহিদা

×