ছবি: সংগৃহীত
সোমবার (২০ জানুয়ারি) মালদায় গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইংরেজবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দেন তিনি। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই সরকারি অনুষ্ঠান হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া বেশ কিছু গ্রাহকদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন। আর এই মঞ্চ থেকেই দু'দিন আগে মালদার বৈষ্ণবনগর সীমান্তে তৈরি হওয়া উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, সীমান্তে ওপারের সঙ্গে বিএসএফের ঝামেলা হলে গ্রামবাসীরা যেন না যায়।
বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওপার বাংলার পরিস্থিতি স্বাভাবিক নয়। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। অন্যায় হলে আমরা দেখে নেব। কিন্তু ওপারের সঙ্গে বিএসএফের বচসা হলে আপনারা গ্রামবাসীরা সেখানে যাবেন না। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী যোগ করেন, পুলিশকে বলব এরকম হলে মাইকিং করে ভারতীয় নাগরিকদের চলে আসতে বলবেন। আশাকরি আগামী দিনে ওপারের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল হয়ে যাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, খেয়াল রাখবেন সমাজবিরোধী ও জঙ্গিরা যেন হোটেল ও বাড়িতে আশ্রয় নিতে না পারে। এটা দেশ, সমাজ ও রাজ্যের ক্ষতি।
প্রসঙ্গত, মালদার বৈষ্ণবনগরের সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ফসল লুঠ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল শনিবার।
শিহাব