ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতকে যেভাবে ধরা দিতে পারে ট্রাম্প!

প্রকাশিত: ১৮:৫০, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৮, ২১ জানুয়ারি ২০২৫

ভারতকে যেভাবে ধরা দিতে পারে ট্রাম্প!

ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারণায়, ডোনাল্ড ট্রাম্প চীনের রপ্তানির ওপর ৬০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। যদি তিনি এত উচ্চ শুল্ক আরোপ করেন, তবে যুক্তরাষ্ট্রে চীনা রপ্তানি ৮৫% হ্রাস পাবে। এর ফলে অতিরিক্ত পণ্য ভারতসহ অন্যান্য বাজারে ঢুকে পড়বে। এটি ভারতীয় নির্মাতাদের জন্য খারাপ খবর।

চেন্নাই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) এবং ইস্পাত নির্মাতাদের জন্য সাম্প্রতিক উত্থানমূলক সময় মহামারির সময়ে এসেছিল। সেই সময়ে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়, আমদানি কমে যায়, এবং দেশীয় দাম বেড়ে যায়।

২০২২ সালে, চীন তাদের ‘জিরো কোভিড পলিসি’ গ্রহণ করে এবং দেশের বড় অংশ বন্ধ করে দেয়। এর পরপরই, ‘ডাম্পিং মূল্যে’ চীনা পণ্য ভারতীয় বাজারে ঢুকতে শুরু করে। এই ডাম্পিং মানে হলো চীনা পণ্যের আমদানির দাম উৎপাদন খরচ বা স্থানীয় বাজারের দামের চেয়ে কম। ফলে, ভারতের বাজারে দাম হ্রাস পেতে শুরু করে।

চীনা পণ্যের এই প্রবাহ ভারতীয় উৎপাদকদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতকে এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সঠিক নীতি গ্রহণ করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নাহিদা

×