ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর আনতে যাচ্ছে ট্রাম্প!

প্রকাশিত: ১৮:৪১, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪১, ২১ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুখবর আনতে যাচ্ছে ট্রাম্প!

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড গড়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এই শিক্ষার্থীদের জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। জুন মাসে একটি পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "যদি আপনি যুক্তরাষ্ট্রের কোনও কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন, তাহলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড দেওয়া উচিত।"

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়ন সহজ হবে না। ট্রাম্পের এই প্রস্তাব কংগ্রেসের অনুমোদন পেতে হবে এবং এতে অনেক চ্যালেঞ্জ থাকবে।

আগে ট্রাম্পের প্রশাসন অভিবাসন সীমিত করতে পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এবার ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রে মেধাবী শিক্ষার্থীদের ধরে রাখতে চান।

তবে ট্রাম্পের ক্যাম্পেইন দলের এক মুখপাত্র বলেন, এই গ্রিন কার্ড কেবলমাত্র "সর্বোচ্চ যাচাই-বাছাইয়ের পর মেধাবী স্নাতকদের" দেওয়া হবে।

অনেক শিক্ষার্থী ট্রাম্পের এই প্রস্তাবে আশার আলো দেখছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী মেটোলো ফোয়েট বলেন, "গ্রিন কার্ড পাওয়া মানে আমাদের অনিশ্চয়তা দূর হওয়া এবং পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেওয়া।"
তবে কিছু শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করেছেন। কম্পিউটার প্রকৌশলের শিক্ষার্থী দানি রাশওয়ান বলেন, "আগে আমরা অভিবাসন নীতির কারণে অনেক সমস্যায় পড়েছি। তাই এটি বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।"

ইলিনয় ইনস্টিটিউট অব টেকনোলজির প্রেসিডেন্ট রাজ এচাম্বাদি বলেন, "এই প্রস্তাব বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে প্রতিভা ধরে রাখা সহজ হবে।" তিনি মনে করেন, প্রযুক্তি ও বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করা যেতে পারে।

ট্রাম্পের প্রস্তাব নিয়ে সমালোচনাও হচ্ছে। অনেকে বলছেন, এটি যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে চাপ সৃষ্টি করতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে পারে।

তাছাড়া, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য কংগ্রেসের সমর্থন দরকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের নিজ দলের মধ্যেও এর বিরুদ্ধে বিরোধিতা হতে পারে।

ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে কিনা, তা এখনও অনিশ্চিত। তবে শিক্ষার্থীরা আশা করছেন, ভবিষ্যতে অভিবাসন নীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাব আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

নাহিদা

×