ছবি: সংগৃহীত
বিশ্বব্যাংকের দ্বারা নিযুক্ত নিরপেক্ষ বিশেষজ্ঞ ইন্দাস জল চুক্তি (IWT) নিয়ে ভারতের অবস্থান সমর্থন করেছেন। এই বিশেষজ্ঞ সিদ্ধান্ত নিয়েছেন যে চুক্তির আওতায় ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত যেকোনো বিরোধ সমাধানের একমাত্র ক্ষমতা তাঁর।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “ইন্দাস জল চুক্তি, ১৯৬০-এর সংযোজন ফ-এর প্যারাগ্রাফ ৭-এর আওতায় নিরপেক্ষ বিশেষজ্ঞের দেওয়া সিদ্ধান্তকে ভারত স্বাগত জানায়। এই সিদ্ধান্ত ভারতের অবস্থানকে সমর্থন করে যে কিষেঙ্গঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত সাতটি প্রশ্ন নিরপেক্ষ বিশেষজ্ঞের ক্ষমতার আওতায় পড়ে।"
বিরোধের সূত্রপাত হয় ২০২৩ সালে বিশ্বব্যাংক কিষেঙ্গঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্ভূত মতপার্থক্য সমাধানের জন্য একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ এবং একটি সালিশি আদালতের প্রধান নিযুক্ত করার পর।
ভারত একযোগে দুটি প্রক্রিয়াকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এবং ১৯৬০ সালের চুক্তিতে উল্লেখিত নিয়মাবলী মেনে চলার উপর জোর দেয়। চুক্তি অনুসারে, কোনো বিরোধের ক্ষেত্রে বিশ্বব্যাংক একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ নিযুক্ত করতে পারে।
নাহিদা