ছবি: সংগৃহীত
ঝাঁ চকচকে অভিষেক অনুষ্ঠান হাজার হাজার, কর্মী-সমর্থকদের সমাগম। কিন্তু, প্রদীপের নীচেই অন্ধকার। নিরাপত্তার খাতিরে, সমাবেশে সব ধরণের ব্যাগ নিয়ে ঢুকতে পারেনি সবাই। রাস্তায় ফেলতে হয়েছে নামী-দামী ব্র্যান্ডের ক্লাচ বা ওয়ালেট। যা, লুফে নিতে লুটতরাজদের অভাব ছিলো না। মুহূর্তেই সভ্য জাতির খোলস ছাঁড়িয়ে, বেরিয়ে আসেন মার্কিনীরা। দু'হাত ভরে লুটে নেন হাজার-হাজার ডলারের সামগ্রী।
ক্যাপিটল ওয়ান এরেনার সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ব্যাগ। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে নামি-দামি ব্র্যান্ডের ব্যাগের মায়া ত্যাগ করেছে সমর্থকেরা। নিরাপত্তার স্বার্থে ব্যাগ নিয়ে প্রবেশে ছিল কড়াকড়ি। মেডিকেল ও প্যারেন্টিং ব্যাগের ক্ষেত্রেও ছিল বিধিনিষেধ। তাই সাথে নেয়া ব্যাগ রাস্তায় ফেলেই ঢুকতে হয়েছে সমর্থকদের।
কারণ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান মিস দিতে চায় না কেউই। তাই ফুটপাতেই ফেলে রেখে যেতে হয়েছে হাজার হাজার মার্কিন ডলারের ব্যাগ। এগুলো দেখার জন্য ছিল না কোন নিরাপত্তাকর্মীও।
সেই সুযোগে চলে ব্যাপক লুটতরাজ। যে যত পারে নিয়ে যায় ব্যাগগুলো। বিনামূল্যে ব্র্যান্ডের ব্যাগ পেয়ে খুশিতে আত্মহারা কেউ কেউ। বিশ্বের সবচেয়ে সভ্য জাতি হিসেবে আমেরিকার আছে কেতাবি খ্যাতি। তবে এমন লুটতরাজের ঘটনা নতুন নয়।
রিফাত