ছবি- সংগৃহিত
সাজানো-গোছানো এক শহর, যেন ছবি থেকে উঠে আসা কোনো স্বপ্নের নগর। লস এঞ্জেলেস ছিল আমেরিকার শীর্ষ ধনীদের ঘাটি। তবে এক রাতের আকস্মিক এক আগুনে সেই শহর এখন ভস্মীভূত হয়ে পড়েছে। কোন পূর্ব শতর্কতা বা কারণ ছাড়াই লাগা হঠাৎ আগুনে লাগার কারণে এখন রাস্তায় দাড়িয়েছেন লাখো মানুষ।
জীবন বাঁচানোর তাগিদ এর পাশাপাশি এমন ধ্বংসাত্মক আগুনের কারণ জানতে চাচ্ছেন তারা। চারদিক থেকে আগুন নিয়েও আসছে নানা তথ্য। তবে কোনো এক রহস্যময় কারণে শহর ধ্বংস করা এই আগুনের উৎপত্তি নিয়ে মুখ খুলছে না যুক্তরাষ্ট্র সরকার। এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানল বিরামহীনভাবে জ্বালিয়ে যাচ্ছে মাইলের পর মাইল লোকালয়। যখনি মনে করা হয়, আগুন স্তিমিত হচ্ছে তখনি দাবানল আরও বিস্ফোরক রুপ নেয়।
আগুনের ধ্বংস এততাই ভয়াবহ যে লস এঞ্জেলেসে পোড়া অঞ্চলগুলো আর কখনো বাসযোগ্য হবে কিনা তা নিয়ে সন্দেহ জোরালো হচ্ছে।
আকাশের নিচে আশ্রয় নেয়া লাখো মানুষ এখন উত্তর খুঁজছেন এমন ভয়াবহ আগুন লাগার কারণ। এক রাতের ব্যবধানেই নিস্ব হয়ে যাওয়া এসব মানুষ কারণ জানতে চাচ্ছেন। যা তাদেরকে রাতারাতি রাস্তায় এনে দাঁড় করিয়েছে।
আগ্রাসী দাবানলের এর উৎপত্তি ও গতিপথ নিয়ে জমাট বাঁধছে অনেক রহস্য। ওয়াশিংটন পোস্টের মত গণমাধ্যমগুলো বলছে নতুন বছর বরণের কারণে আগুন লস এঞ্জেলেসে মৃত্যুদূত হয়ে এসেছে। গণমাধ্যমটির দাবি, নতুন বছর বরণ করার সময় আতশবাজির স্ফুলিঙ্গ দাবানলের শুরু করেছে। অনেকের দাবি ইচ্ছে করে লাগানো হয়েছে এমন আগুন। আবার এই আগুনের সাথে রহস্যময় কোনো কিছুর ইঙ্গিত ও সামনে আনছেন অনেকে। অন্য দেশগুলোতে যুক্তরাষ্ট্রের পাপের ফল, আগুনের মাধ্যমে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে ।
ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধনী ও জৌলুসপূর্ণ শহরটিও এমন আগুন লাগার কারণে পরিত্যাক্ত হয়ে যাবে কিনা সেটা সময়ের দাবি।
লিংক- https://www.youtube.com/watch?v=k6Hlg2663xE
মনিষা মিম