ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে পর কোন পরিবর্তন আসবে কিনা তা নিয়ে প্রশ্ন এখন সবার।
কেমন হবে ঢাকা ও ওয়াশিংটন সম্পর্ক।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প জয়ী হওয়ায় জলবায়ু পরিবর্তননিতে থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো অর্থনৈতিক সহায়তা থেকে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নীতিতে বড় কোন পরিবর্তন আসবে না বলে মনে করছেন অনেকেই।
শিলা ইসলাম