ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন দমনে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

প্রকাশিত: ১০:৩২, ২১ জানুয়ারি ২০২৫

মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন দমনে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন দমনে ফেডারেল সেনা পাঠানোর নির্দেশ দেবেন বলে জানা গেছে। সোমবার এল পাসো, টেক্সাস সীমান্তে এই উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের এক ঘণ্টার মধ্যেই এল পাসো সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করা হয়। দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত পারাপার করলে গ্রেপ্তার, মামলা এবং প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।  

ট্রাম্প সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১১টি নির্বাহী আদেশে সই করবেন বলে জানিয়েছে ফক্স নিউজ। এর মধ্যে একটি আদেশে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন এবং সীমান্ত দেয়াল নির্মাণের অসম্পূর্ণ কাজ শেষ করার নির্দেশনা থাকবে।  

আরেকটি আদেশে আন্তর্জাতিক মাদকচক্র এবং অপরাধ সংগঠনগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হবে। পাশাপাশি অভিবাসন সম্পর্কিত নিয়ম কঠোর করে সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে।  

অভিবাসনের সময়সূচি নির্ধারণে ব্যবহৃত CBP Oneঅ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (CBP)। সিবিএস নিউজ জানিয়েছে, মেক্সিকোতে প্রায় ২ লাখ ৭০ হাজার অভিবাসী এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় ছিলেন। এই অ্যাপটি ২০২০ সালের অক্টোবর মাসে চালু হয় এবং জানুয়ারি ২০২৩ থেকে প্রায় ৯ লাখ ১৯ হাজার অভিবাসী এটি ব্যবহার করেছেন।  

ট্রাম্প তার প্রথম মেয়াদের সময়কার "Remain in Mexico" নীতি পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন, যা অনুযায়ী আশ্রয়প্রার্থীদের তাদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য মেক্সিকোতে অবস্থান করতে হবে। একই সঙ্গে বর্তমান "Catch and Release" নীতি বাতিল করা হবে।  

ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে বলেন, “অবৈধভাবে প্রবেশের সব পথ সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে এবং অপরাধী অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।”  

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ক্যাপিটল হিলে দেওয়া ভাষণে তিনি উপস্থিত ছিলেন।  

গভর্নর অ্যাবট এক বিবৃতিতে বলেন, “টেক্সাস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সীমান্ত সুরক্ষার জন্য কাজ করতে এবং সমস্ত আমেরিকানদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “ফেডারেল বাধার মুখে আপনার সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে সীমান্ত সুরক্ষার কাজ শুরু করা উচিত।”  

সূত্র:- আনাদোলু

রাসেল

সম্পর্কিত বিষয়:

×