ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

প্রথম দিনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কী ইঙ্গিত দিল ট্রাম্প?

প্রকাশিত: ০৯:৪৪, ২১ জানুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪৫, ২১ জানুয়ারি ২০২৫

প্রথম দিনেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কী ইঙ্গিত দিল ট্রাম্প?

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়া পর থেকেই অনুমান করা হচ্ছিলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির চলমান যুদ্ধের সমাপ্তি টানতে চুক্তির পথে হাঁটতে আগ্রহী।

ওভাল অফিসে শপথ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতায় পৌঁছাতে চান।"

তিন বছর ধরে চলমান এই যুদ্ধ নিয়ে ট্রাম্প মন্তব্য করেন, "বেশিরভাগ মানুষ ভেবেছিল, এটি এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। তবে এখন জেলেনস্কি এই সংঘাতের ইতি টানার জন্য প্রস্তুত।"

এর আগে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চেয়েছিলেন।

তিনি বলেন, "দিনের অর্ধেক পার হয়েছে, বাকি অর্ধেক এখনও বাকি। দেখা যাক কী হয়।"

এই মন্তব্যের মাধ্যমে যুদ্ধের অবসান নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে।

সায়মা ইসলাম

×