ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, "আল-আকসা তুফান অভিযান ইহুদিবাদী ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের কফিনে শেষ পেরেক।"
রোববার (১৯ জানুয়ারি) দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি বলেন, "আমাদের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে, তা কখনও বৃথা যাবে না। ৪৭১ দিন ধরে স্বাধীনতা ও পবিত্র ভূমি রক্ষায় তারা অভূতপূর্ব লড়াই করেছে। আল-আকসা তুফান গাজার সীমান্তে শুরু হলেও এটি পুরো অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে এবং নতুন সমীকরণ সৃষ্টি করেছে।"
আবু উবায়দা আরও বলেন, "এই যুদ্ধ নতুন যুদ্ধক্ষেত্র উন্মোচন করেছে এবং ইসরাইলকে তাদের আন্তর্জাতিক মিত্রদের সাহায্যের জন্য ছুটে যেতে বাধ্য করেছে। অভিযানটি প্রমাণ করেছে যে, ইসরাইলি দখলদারিত্ব এক বড় মিথ্যা এবং এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।"
তিনি জানান, গাজায় প্রতিরোধের অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে একত্র হয়ে হামাস শত্রুর ওপর প্রাণঘাতী আঘাত হেনেছে। যোদ্ধারা শেষ মুহূর্ত পর্যন্ত অসীম সাহসিকতা ও বীরত্বের সঙ্গে লড়াই করেছে, এমনকি অসম্ভব পরিস্থিতিতেও অবিচল ছিল।
যুদ্ধের অসমতার বিষয়টি তুলে ধরে হামাসের মুখপাত্র বলেন, "শত্রু বাহিনীর তুলনায় আমাদের সামরিক সক্ষমতা সীমিত হলেও আমরা তাদের ওপর আঘাত হানতে সক্ষম হয়েছি। বিপরীতে, তারা আমাদের জনগণের বিরুদ্ধে নির্মমতা ও বর্বরতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।"
যুদ্ধে নিহত হওয়া হামাস নেতাদের স্মরণ করে আবু উবায়দা বলেন, "আমাদের নেতাদের শহীদ হওয়া এই যুদ্ধের মহত্ত্বকে আরও উজ্জ্বল করেছে। শহীদ নেতাদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, সালেহ আল-আরুরি এবং ইয়াহিয়া সিনওয়ার।"
মো. মহিউদ্দিন