ছবি: সংগৃহীত
ব্রিটিশ রাজপরিবারের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন শিগগিরই রাজকীয় ওয়ারেন্ট বা সিলমোহর প্রদান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এটি হবে ১১৫ বছরে প্রথমবারের মতো কোনো প্রিন্সেস অব ওয়েলসের ব্রিটিশ ব্র্যান্ডগুলোকে আনুষ্ঠানিক সমর্থন প্রদান।
কেট মিডলটনের প্রভাব, যাকে বলা হয় "দ্য কেট এফেক্ট," দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর জন্য বিশাল বাজার সৃষ্টি করে আসছে। ২০১০ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে এনগেজমেন্টের সময় নীল ইসা র্যাপ ড্রেস পরার পর থেকেই তার প্রভাব বাড়তে থাকে। ঐ পোশাকটি মুহূর্তেই বিক্রি হয়ে যায়, যা থেকে শুরু হয় এই জনপ্রিয়তা।
সম্প্রতি দ্য টাইমস জানিয়েছে, প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন এখন ব্রিটিশ ব্র্যান্ডগুলোর জন্য রাজকীয় ওয়ারেন্ট প্রদান করতে পারেন। এটি হবে ব্রিটিশ পণ্যের ওপর একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, যা সর্বশেষ ১৯১০ সালে তৎকালীন প্রিন্সেস অব ওয়েলস ও ভবিষ্যৎ রানী মেরি প্রদান করেছিলেন।
কেট ২০২২ সালে রানি এলিজাবেথের মৃত্যুর পর প্রিন্সেস অব ওয়েলস উপাধি পান। তার আগে, প্রিন্স চার্লস ১৯৮০ সাল থেকে প্রিন্স অব ওয়েলস হিসেবে ওয়ারেন্ট প্রদান করতেন। তবে তার প্রথম স্ত্রী, প্রিন্সেস ডায়ানা, এই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কখনো অংশ নেননি।
দ্য টাইমস আরও জানিয়েছে, কেট মিডলটন ব্রিটিশ শিল্প ও দক্ষতাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আগ্রহী। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এটি তার "আশা" যে তিনি শিগগিরই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।
রাজকীয় ওয়ারেন্ট সাধারণত পাঁচ বছরের জন্য প্রদান করা হয় এবং এটি সেই সব কোম্পানিকে দেওয়া হয়, যাদের পণ্য রাজপরিবারে ব্যবহৃত হয়। এই স্বীকৃতিপ্রাপ্ত কোম্পানিগুলো রাজকীয় অস্ত্রচিহ্ন তাদের পণ্যে ব্যবহার করতে পারে। সম্প্রতি, রানি কেমিলা তার ব্যক্তিগত রূপচর্চা বিশেষজ্ঞ, বিবাহের পোশাক ডিজাইনার এবং দীর্ঘদিনের চুল পরিচর্যা বিশেষজ্ঞকে এই ওয়ারেন্ট প্রদান করেছেন।
জনপ্রিয় পিআর প্রতিষ্ঠান উই আর পিঙ্ক-এর প্রতিষ্ঠাতা নিকোলা পিঙ্কের মতে, "কেট মিডলটনের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি যে ব্র্যান্ডগুলো বেছে নেন, সেগুলোর প্রতি তার আসল পছন্দ বা সমর্থনই এই প্রভাবকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলে।"
এর একটি উদাহরণ হলো ব্রিটিশ গয়না ডিজাইনার ক্যাথেরিন জোরাইদা। কেট মিডলটন তার ডিজাইন করা গয়না বহুবার পরেছেন, যার ফলে ব্র্যান্ডটির বিক্রি ৫০০% পর্যন্ত বেড়ে গেছে।
তবে রাজকীয় ওয়ারেন্ট প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত রাজা তৃতীয় চার্লসের হাতে, কারণ রাজপরিবারের কোন সদস্য এই সম্মান প্রদান করতে পারবেন, তা রাজা নির্ধারণ করেন।
এদিকে, কেট মিডলটন তার স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজের দিকে মনোযোগ দিচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রয়্যাল মার্সডেন হাসপাতালে একটি চমকপ্রদ সফরের সময় ঘোষণা করেন, যে তিনি ক্যান্সারমুক্ত হয়েছেন। এটি তার জন্য একটি "বিশাল স্বস্তি" ছিল।
নিজের বার্তায় কেট লিখেছেন, "এই বছরকে আমি নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছি। সামনে অনেক কিছু করার আছে।"
তার এই ঘোষণায় বিশ্বব্যাপী তার ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
সূত্র: দ্য পিপল
এম.কে.