ছবি : সংগৃহীত
এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর পল অ্যাবেট, যিনি ক্রিস্টোফার রে’র পদত্যাগের পর অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, সোমবার তাঁর পদ থেকে অবসর নিয়েছেন। এফবিআইয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তবে, প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এফবিআই পরিচালক কাশ প্যাটেলের নিয়োগ মার্কিন সিনেটে অনুমোদিত হওয়ার আগে পর্যন্ত এফবিআইয়ের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব কে গ্রহণ করবেন, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, পল এম. অ্যাবেট হলেন একজন আমেরিকান আইন প্রয়োগকারী কর্মকর্তা যিনি ক্রিস্টোফার এ. ওয়ের অনুসরণ করে ১৯ জানুয়ারী থেকে ২০ জানুয়ারী, ২০২৫ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন । তিনি ২০২১ সাল থেকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত সহযোগী ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. মহিউদ্দিন