ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ইসরাইলি জিম্মিদের হাতে উপহার তুলে দিলো হামাস

প্রকাশিত: ০১:১৪, ২১ জানুয়ারি ২০২৫

ইসরাইলি জিম্মিদের হাতে উপহার তুলে দিলো হামাস

ছবি : সংগৃহীত

দীর্ঘ আলোচনার পর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্তে গাজা উপত্যকায় আটক তিন ইসরাইলি নারীকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত নারীরা হলেন এমিলি ডামারি, রোমি গোনেন এবং ডোরন স্টাইনব্রেগার।

মুক্তির আগে হামাস একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে বন্দিদের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ উপহারের ব্যাগ। ব্যাগে ছিল গাজা উপত্যকার একটি মানচিত্র, বন্দি অবস্থায় তাদের তোলা ছবি এবং একটি সনদ। সনদে বড় করে লেখা ছিল, ‘মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে হাসিমুখে বন্দিদের ছবি তোলা হয়। এই সনদে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিরাও স্বাক্ষর করেন। পরে বন্দিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়।

হামাসের এই পদক্ষেপ অনেকেই প্রশংসা করেছেন। এ বিষয়ে হামাসের সশস্ত্র শাখা এজেদ্দিন আল-কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে।

মো. মহিউদ্দিন

×