ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মার্কিন রণতরীতে হুতির হামলা

প্রকাশিত: ০১:০৮, ২১ জানুয়ারি ২০২৫

মার্কিন রণতরীতে হুতির হামলা

.

ইসরাইলকে সহায়তা করতে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুশি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। তিনি বলেন, হুতি সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একটি অভিযান চালিয়েছে। ওই অভিযান বেশ কয়েকটি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়। গাজায় যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব করায় হুতি ওই হামলা চালায়। এদিকে ইসরাইলে তাদের হামলা বন্ধ করার শর্ত দিয়েছে তেলআবিবকে। ইয়েমেনের হুতির রাজনৈতিক দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আল বাখিতি বলেছেন, হানাদার ইসরাইলের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে কি না তা নির্ভর করছে গাজায় আগ্রাসন বন্ধ করা এবং চুক্তি কঠোরভাবে মেনে চলার ওপর। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল কোন শর্ত লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

×