ছবি: গেটি ইমেজ
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করবেন।
শপথগ্রহণের ভাষণে ট্রাম্প বলেন, "আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে।" এসময় তিনি দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন।
তিনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে এবং যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ট্রাম্প আরও বলেন, 'মেক্সিকোতেই থাকো' নীতি পুনরায় কার্যকর করা হবে এবং সীমান্ত এলাকায় আরও সৈন্য ও জনবল পাঠানো হবে।
এছাড়া, মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এবং এলিয়েনস এনিমিস অ্যাক্ট অব ১৭৯৮ পুনর্বহাল করা হবে, যা সন্ত্রাসী গ্যাংদের দমন করতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য সরকারকে পূর্ণ ক্ষমতা প্রদান করবে।
২০ জানুয়ারি, ২০২৫ কে 'মুক্তির দিন' হিসেবে বর্ণনা করেন ট্রাম্প এবং তার শপথের মাধ্যমে আমেরিকার এক নতুন যুগের সূচনা হবে বলে জানান।
সূত্র: বিবিসি বাংলা
এম.কে.