ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ক্ষমতা ছাড়ার আগে পরিবারের ৫ সদস্যকে ক্ষমা করলেন বাইডেন!

প্রকাশিত: ২৩:২২, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২৯, ২০ জানুয়ারি ২০২৫

ক্ষমতা ছাড়ার আগে পরিবারের ৫ সদস্যকে ক্ষমা করলেন বাইডেন!

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার তার পরিবারের পাঁচ সদস্যকে ক্ষমা প্রদান করেছেন।

তিনি জানিয়েছেন, তিনি চান না যে তারা "ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের শিকার হন।"

যারা ক্ষমা পেয়েছেন তাদের মধ্যে বাইডেনের দুই ভাই, জেমস এবং ফ্রান্সিস বাইডেন অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়াও, জেমস বাইডেনের স্ত্রী সারা, বাইডেনের বোন ভ্যালেরি এবং তার স্বামী জনও ক্ষমা পেয়েছেন।

একটি বিবৃতিতে বাইডেন আরও জানান যে, তিনি নেটিভ আমেরিকান অধিকারকর্মী লিওনার্ড পেলটিয়ারের যাবজ্জীবন কারাদণ্ডও কমিয়ে দিয়েছেন। পেলটিয়ার প্রায় পাঁচ দশক যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগারে ছিলেন ১৯৭৫ সালে দুটি এফবিআই এজেন্টকে হত্যার অভিযোগে। পেলটিয়ার তার বাকী সময়টি এখন বাড়িতে নজরদারির মধ্যে কাটাবেন।


সূত্র: রয়টার্স

এম.কে.

×