ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

বন্ধ হওয়া মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হচ্ছে?

প্রকাশিত: ২২:২১, ২০ জানুয়ারি ২০২৫

বন্ধ হওয়া মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হচ্ছে?

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত ট্রেন পুনরায় চালু করার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা দিল্লিতে তিন দিনব্যাপী বৈঠকে বসেছেন।

এই বৈঠকে ভারত থেকে বগি কেনা, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৈঠকে বাংলাদেশ থেকে জোর দেওয়া হচ্ছে তিনটি যাত্রীবাহী ট্রেন চালু করার জন্য, যার মধ্যে রয়েছে খুলনা থেকে কলকাতা যাওয়ার ট্রেনের ইমিগ্রেশন স্থান পরিবর্তনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতও দর্শনা-চিলাহাটি রেল ট্রান্জিটের প্রসঙ্গ তুলে বাংলাদেশকে ট্রান্জিট সুবিধা প্রদানে আগ্রহী।

তবে, এ বৈঠকে বাংলাদেশ সরকারের নিরাপত্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত না থাকায় এটি অনেকেই একটি নিয়ম রক্ষার সফর হিসেবে দেখছেন।

এদিকে, ভারত-বাংলাদেশ রেল সম্পর্কের উন্নয়নের জন্য ভবিষ্যতে আরও ট্রেন সংযোগ এবং বগি কেনার বিষয়েও আলোচনা চলছে।

ভিডিও দেখুন: https://youtu.be/HqQhfXCblvw?si=i45UCPI7Vzy38s4c

এম.কে.

×