ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

বিপাকে নেতানিয়াহু, পেলেন কঠিন হুঁশিয়ারি!

প্রকাশিত: ২২:১৯, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ২২:২১, ২০ জানুয়ারি ২০২৫

বিপাকে নেতানিয়াহু, পেলেন কঠিন হুঁশিয়ারি!

ছবি: সংগৃহীত

এবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে ইসরাইলের সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। 

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেই মূলত চলমান যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী স্মোটরিচ বলেছেন, ‘যদি সরকার যুদ্ধ চালিয়ে না যায় এবং গাজার পুরো অঞ্চল দখল করে শাসন করার পথে না এগোয়, তাহলে আমি সরকার ভেঙে দেব’। 

একই সঙ্গে তিনি ইসরাইলের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভিকে কৌশলে দুর্বল  বলেও সমালোচনা করেন। 

সোমবার ইসরাইলি সম্প্রচার মাধ্যম কেএএন-এর বরার দিয়ে এ খবর দিয়েছে আল-মায়াদিন। 

ইসরাইলের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন কেএএন-এ বিতর্কিত এক সাক্ষাৎকারে স্মোটরিচ হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তাবিত চুক্তির তীব্র সমালোচনা করেন। 

তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি হলো এই বার্তা যে, ‘ইসরাইলিদের অপহরণ করেও ইসরাইলকে নত করা যায়’।

স্মোটরিচের ভাষায়, ‘এই ক্ষতি শুধরে নেওয়ার এবং এই চুক্তিকে যুদ্ধের কৌশলগত পরাজয়ের পরিবর্তে একটি সাময়িক পরাজয় হিসেবে উপস্থাপন করার একমাত্র উপায় হলো- হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া’।

শিহাব

×