ছবি: সংগৃহীত
আজ সোমবার (২০ জানুয়ারী) বাংলাদেশ সময় রাত ১১টায় প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর নতুন মার্কিন প্রেসিডেন্ট সাধারণত কিছু নির্বাহী আদেশ জারি করেন। তবে ডোনাল্ড ট্রাম্প শপথের পর একশরও বেশি নির্বাহী আদেশ জারি করতে পারেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। যারমাধ্যমে বড় কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
দায়িত্ব নিয়েই বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিবাসী সংক্রান্ত সবচেয়ে বড় অভিযান চালাবেন। এর অংশ হিসেবে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীকে নিজ দেশে ফেরত পাঠাবেন তিনি।
দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের ‘ঐতিহ্যগত’ জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল করে নির্বাহী আদেশ জারি করতে পারেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়— এমন বাবা-মার ঘরে যেসব সন্তান জন্ম নেবে তারা আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না।
ট্রাম্প সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পরিকল্পনা করছেন। গত অক্টোবরে এক জনসভায় তিনি জানান সীমান্তে ‘টাইটেল ৪২’ কার্যকর করবেন তিনি। যা জনস্বাস্থ্য জরুরি অবস্থা শুরু করবে।
প্রথমদিনই বিশ্ব কাঁপানো যে সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প সেটি হলো শুল্ক বৃদ্ধির ঘোষণা। তিনি ঘোষণা দিয়েছেন উত্তর আমেরিকার দুই দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এমনটি করলে ওই অঞ্চলের বাণিজ্যে নাটকীয় পরিবর্তন দেখা যেতে পারে। তবে ট্রাম্প সাম্প্রতিক সময়ে বলেছেন এ বিষয়টি নিয়ে তিনি আলোচনা করতে প্রস্তুত।
২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান জো বাইডেন। তবে কারচুপির অভিযোগ তুলে ২০২০ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের প্রত্যক্ষ উস্কানিতে বাইডেনের জয় ঘোষণা ঠেকাতে ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। ওইদিন যারা দাঙ্গায় অংশ নিয়েছিলেন। তাদের ক্ষমার নির্বাহী আদেশ জারি করতে পারেন ট্রাম্প।
এ ছাড়াও আরো কিছু বিষয়ে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প এমনটাই ধারনা করা যাচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
শিহাব