ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ক্রিপ্টো দুনিয়ায় ট্রাম্পের মিম কয়েন: দু’দিনে ১৩০০ কোটি ডলারের লেনদেন

প্রকাশিত: ১৯:০৬, ২০ জানুয়ারি ২০২৫

ক্রিপ্টো দুনিয়ায় ট্রাম্পের মিম কয়েন: দু’দিনে ১৩০০ কোটি ডলারের লেনদেন

ছবি: সংগৃহীত

ক্রিপ্টো মুদ্রার জগতে নতুন চমক সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল মিম কয়েন ‘$ট্রাম্প’। লঞ্চের মাত্র দু’দিনের মধ্যেই এর মূল্য ৪০ হাজার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বাজারে চালু করা এই কয়েন বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে বিপুল আগ্রহ ও বিতর্কের জন্ম দিয়েছে।

 

শুরুতে প্রতি কয়েনের মূল্য ছিল মাত্র ১৮ সেন্ট। তবে রোববার (১৯ জানুয়ারি) এর মূল্যমান পৌঁছায় ৭৫ ডলারে। মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ে কয়েনটি ১,৩০০ কোটি ডলারের সমপরিমাণ লেনদেন করেছে।

বারস্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভিড পোর্টনয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানান, তিনি $ট্রাম্প কয়েন লঞ্চ হওয়ার পরপরই ৫ লাখ ডলারের কয়েন কিনেছিলেন। তিনি বলেন, দাম বাড়া শুরু করলে রোববার সেগুলো বিক্রি করে দিয়েছি। ২০০ শতাংশ লাভে বিক্রি করেছি। এমন দ্রুত বিক্রির অভিজ্ঞতা এর আগে হয়নি। ট্রাম্পের আমেরিকাকে ভালোবাসি।

 

অপর এক ব্যবহারকারী জানান, শুক্রবার মাত্র ১০ ডলারের $ট্রাম্প কয়েন কিনেছিলেন, যা এখন ৩৬ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে। তিনি বলেন, “এই মুহূর্তে আমি আমার কয়েনগুলো বিক্রি করছি না। আমি জিতেছি!”

এটি ট্রাম্প পরিবারের কোনো কৌশল হতে পারে বলে ধারণা করছেন অনেকে। এক ব্যবহারকারী বলেন, তারা জানে কোন জিনিস কখন বিক্রি করতে হয়। এভাবেই ধনীরা আরও ধনী হচ্ছে।

 

ক্রিপ্টো মুদ্রা বিশ্লেষকরা এ ঘটনায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, এমন দ্রুত বৃদ্ধি এবং বিপুল অঙ্কের ব্যবসা সাময়িক উন্মাদনা হতে পারে, যা হঠাৎ ধসেরও কারণ হতে পারে।

‘$ট্রাম্প’ মিম কয়েন ইতিমধ্যেই বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের নজর কেড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এর ভবিষ্যৎ মূল্যায়নে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। ক্রিপ্টো মুদ্রার অস্থির বাজারে এই কয়েন নতুন সম্ভাবনা এবং ঝুঁকি উভয়ই বহন করছে।

 

 

 

তাবিব

×