ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

প্রথম দিনেই যে ২০০ আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

প্রকাশিত: ১৮:৪২, ২০ জানুয়ারি ২০২৫

প্রথম দিনেই যে ২০০ আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পরপরই ২০০ এর বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। ফক্স নিউজ ডিজিটালের কাছে পাওয়া তথ্যানুযায়ী, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি উৎপাদন, আমেরিকান পরিবারের খরচ কমানো এবং ফেডারেল সরকারের বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) কর্মসূচি বন্ধ করার মতো বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিবেন।  

এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম দিনেই "ক্যাচ অ্যান্ড রিলিজ" প্রক্রিয়া বন্ধ করবেন; সব অফশোর উইন্ড লিজ স্থগিত করবেন; বৈদ্যুতিক যানবাহনের ম্যান্ডেট বাতিল করবেন; গ্রিন নিউ ডিল এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার নির্দেশ দেবেন।  

প্রেসিডেন্ট ট্রাম্প একটি জাতীয় সীমান্ত জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সেনাবাহিনীকে দক্ষিণ সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করার নির্দেশ দেবেন। পাশাপাশি, অপরাধী কার্টেল নির্মূলের লক্ষ্যে বিশেষ টাস্ক ফোর্স গঠন করবেন।  

তিনি "মেক্সিকোতে থাকুন" নীতি পুনরায় কার্যকর করবেন এবং সীমান্তে একটি নতুন দেওয়াল নির্মাণে সেনাবাহিনীকে নির্দেশ দেবেন।  

ট্রাম্প আলাস্কার জ্বালানি পুরোপুরি মুক্ত করার নির্দেশ দেবেন এবং জ্বালানি নীতিতে ব্যাপক সংস্কার আনবেন। ফ্র্যাকিং, পাইপলাইন এবং অন্যান্য কার্যক্রমে আগের প্রশাসনের বিধিনিষেধ বাতিল করা হবে।  

ফেডারেল কর্মীদের সরাসরি প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এছাড়া, কর্মীদের অফিসে ফিরে আসার নির্দেশ দেবেন এবং ফেডারেল কর্মীদের কাজের কার্যকারিতা যাচাই করতে নতুন মেধা-ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করবেন।  

ট্রাম্প "বিভাজন, সমতা এবং অন্তর্ভুক্তি" (DEI) প্রোগ্রাম বন্ধ করবেন এবং "আমেরিকার উপসাগর" হিসেবে মেক্সিকো উপসাগরের নামকরণ করবেন। এছাড়াও, তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন যা আমেরিকান পরিবারগুলোর ব্যয় কমানোর দিকে লক্ষ্য রাখবে।  

এক সিনিয়র কর্মকর্তা বলেন, "এটি একটি ইতিহাস গড়ার মতো পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করছেন এবং জনগণের স্বার্থে ফেডারেল সরকারের দৃষ্টিভঙ্গি পুনর্নির্মাণ করছেন।"  

ফক্স নিউজ ডিজিটালের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশগুলো তার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ।

আশিক

×