ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

মহানবী (সাঃ)- কে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় পপ সংগীত শিল্পীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৮:১৭, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৭, ২০ জানুয়ারি ২০২৫

মহানবী (সাঃ)- কে কটূক্তির অভিযোগে ইরানের জনপ্রিয় পপ সংগীত শিল্পীর মৃত্যুদণ্ড

ছবি- সংগৃহিত

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তির অভিযোগে  ইরানের জনপ্রিয় পপ সংগীত শিল্পী আমির হোসেন মাগসোদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন  আদালত। ইরানি সংবাদমাধ্যমগুলো, গতকাল রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করে।

সংবাদমাধ্যম ইতেমাদ প্রতিবেদনে জানিয়াছে, ধর্মীয় অবমাননাসহ অন্যান্য অপরাধে তাকে পাঁচ বছরের যে দণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে আপত্তি জানিয়েছিলেন প্রসিকিউটিররা। তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু করা হয়। এবং মহানবীকে কটূক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যদণ্ড দেওয়া হয়েছে।

তবে "মৃত্যদণ্ড" দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এই গায়ক।

তার্কিস পুলিশ ২০২৩ সালের ডিসেম্বরে তাকে ইরানের হাতে তুলে দেয়। এরপর থেকে জনপ্রিয় এই গায়ক কারাগারে বন্দি আছেন।

সূত্র- এএফপি

মনিষা মিম

×