ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

আমেরিকার সোনালী যুগ শুরু করবেন ট্রাম্প!

প্রকাশিত: ১৮:১৬, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১৯, ২০ জানুয়ারি ২০২৫

আমেরিকার সোনালী যুগ শুরু করবেন ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন। ২০ জানুয়ারি সোমবার তিনি শপথ গ্রহণ করবেন এবং তাঁর শপথের মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটি নতুন "সোনালী যুগ" আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যদিও শীতল আবহাওয়ার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানটি ক্যাপিটল ভবনের ভিতরে অনুষ্ঠিত হবে। তা সত্ত্বেও এটি আমেরিকার রাজনীতির ইতিহাসে এক অনন্য মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।

এই শপথ গ্রহণের আগে, ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন যে, জো বাইডেনের দ্রুততার সাথে একাধিক নির্বাহী আদেশ ধারাবাহিকতাকে বাতিল করবেন এবং অবৈধ অভিবাসীদের তাড়াতে শুরু করবেন। ২০১৭ সালে প্রথম শপথ গ্রহণের সময় "আমেরিকান কারনেজ" বা "আমেরিকান বিপর্যয়"-এর চিত্র উপস্থাপন করেছিলেন ট্রাম্প, তবে এবার তিনি নতুন দিনের ঘোষণা দিয়েছেন। এবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সব সমস্যার সমাধান করবেন।

তিনি বলেছেন, "আমি ঐতিহাসিক গতিতে এবং শক্তির সাথে কাজ করব এবং আমাদের দেশের প্রতিটি সংকট সমাধান করব।" 

ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে এবং তিনি দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি পুনরায় ক্ষমতায় ফিরে আসছেন। এর আগে, ১৮৯৩ সালে গ্রোভার ক্লিভল্যান্ড এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

আশিক

×