ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচালেন ট্রাম্প

প্রকাশিত: ১৭:২৬, ২০ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধ হওয়া থেকে বাঁচালেন ট্রাম্প

ছবি- সংগৃহিত

যুক্তরাষ্ট্রে রবিবার  টিকটক অ্যাপ  বন্ধ হওয়া থেকে রক্ষা করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প  হস্তক্ষেপ করায় গতকাল রোববার টিকটক বন্ধ হয়নি।


এনবিসি প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প  এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ৯০ দিন সময় চেয়েছেন। ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয়, এ ব্যাপারে আমাদের আর একটু সময় নেওয়া উচিত। সেটা ৯০ দিন হতে পারে, কারণ এই সময়সীমা যথাযথ।

রোববার (১৯ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে টিকটক বন্ধ হওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি চাইব এই অ্যাপটির ৫০ শতাংশ মালিকানা যেন যুক্তরাষ্ট্রের হাতে থাকে।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে বসবাস করা  প্রায় ৩৪ কোটি মানুষ এর মধ্যে দেশটিতে টিকটক ব্যবহারকারীদের মোট সংখ্যা ১৭ কোটি।


এনবিসি  প্রতিবেদনে জানা যায়,  ট্রুথ সোশ্যালে পোস্টের পর আর বন্ধ হয়নি টিকটক। রোববার অ্যাপটির কোম্পানি পক্ষ থেকে এক বার্তায়   বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। তাদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যেক্তা রয়েছেন ৭০ লাখেরও বেশি। টিকটক বন্ধ হয়ে গেলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতেন। আমরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সূত্র- এনবিসি নিউজ

মনিষা মিম

×