ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

এবার মাটিচাপা পড়ার আশঙ্কায় হাজারো মানুষ!

প্রকাশিত: ১৫:৫৯, ২০ জানুয়ারি ২০২৫

এবার মাটিচাপা পড়ার আশঙ্কায় হাজারো মানুষ!

ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্রায় সাড়ে ১২ হাজার স্থাপনা ধ্বংস্বের পর অনেকটাই প্রকোপ কমেছে দাবানলের। এতে ক্ষতগ্রস্থ বাসিন্দারা ঘুরে দাঁড়ানোর কথা ভাবছে।

আর এই উদ্দ্যোগে বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছে সরকার, ব্যবসায়ী ও তারকা থেকে সর্বস্তরের মার্কিনীরা। তবে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই সম্ভবত সৃষ্টিকর্তার নির্দেশে আগুনের পর এবার জমিনও চলে গেছে মার্কিনীদের বিরুদ্ধে। দাবানলের পর এবার লস অ্যাঞ্জেলেসের মানুষদের দুশ্চিন্তার কারণ ভূমিধ্বস।

প্যাসিফিক পলিসেটসের ভয়াবহ দাবানল থেকে বেঁচে গেলেও পাহাড়ের বিলাসবহুল বাড়িগুলো এখন দুই টুকরো হয়ে গেছে। বাড়ির ছাদে তাকালে বিষয়টি পরিষ্কার বুঝা যায়। আর এর পেছনে প্রধান কারণ ভূমিধ্বস। দাবানলের সঙ্গে ভূমিধ্বসের সম্পর্ক কি এ নিয়ে চলছে আলোচনা।

বিশেষজ্ঞরা বলছেন, দাবানলের কারণে ভূমির প্রকৃতি পরিবর্তন হয়, পানির ধারণক্ষমতা হারিয়ে ফেলে মাটি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাণিজ্যিক শহর লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ এলাকার আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুকি কাটেনি বাসিন্দাদের।স্থানীয় কর্মকর্তারা তাদের ক্ষতিগ্রস্থ এলাকাগুলো থেকে দূরে অবস্থান নির্দেশ জারি করেছে।

 

শিহাব

×