ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

ট্রাম্পের দাওয়াতে আম্বানি, মোদির বাদ পড়া—কিসের ইঙ্গিত?

অনলাইন রিপোর্টার:

প্রকাশিত: ১৫:১৪, ২০ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের দাওয়াতে আম্বানি, মোদির বাদ পড়া—কিসের ইঙ্গিত?

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের অন্যতম শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি আমন্ত্রিত হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ভারতীয় ব্যবসায়িক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিলেও, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মোদিকে দাওয়াত না করার পেছনে কূটনৈতিক কারণ থাকতে পারে। ট্রাম্পের "আমেরিকা ফার্স্ট" নীতির পাশাপাশি ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কের কিছু জটিলতা এবং ভিন্নমত এর একটি সম্ভাব্য কারণ হতে পারে।

তবে রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে নানা জল্পনা চলছে। কিছু বিশেষজ্ঞের মতে, এটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, যার পেছনে কোনো বড় রাজনৈতিক বার্তা নেই।

জাফরান

×