ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

কাঁটাতারের বেড়া নিয়ে এবার খোদ ভারতীয়দের বিক্ষোভের মুখে বিএসএফ!

প্রকাশিত: ১৩:৩৭, ২০ জানুয়ারি ২০২৫

কাঁটাতারের বেড়া নিয়ে এবার খোদ ভারতীয়দের বিক্ষোভের মুখে বিএসএফ!

ছবি: সংগৃহীত

এবার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। 

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বাসিন্দাদের বাধায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার লাগানোর কাজ বন্ধ করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়ার শিকারপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

সংবাদমাধ্যমটি আরও বলছে, কুটিপাড়া এলাকায় কয়েক’শ পরিবারের বসবাস রয়েছে। কাঁটাতার বসানোর খবর পেয়ে সীমান্তে জড়ো হতে থাকেন তারা। তাঁদের দাবি, সেখানে লোহার গেট লাগাতেই হবে। বিএসএফকে বিষয়টি জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

 

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। মূলত সীমান্তে ভারতের আইন-বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও। যার ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়। আর 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ইসরাত

×