ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

’হেক্সাস’ ইউএসএ ও বাংলাদেশ এডুকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:৫৯, ২০ জানুয়ারি ২০২৫

’হেক্সাস’ ইউএসএ ও বাংলাদেশ এডুকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

মিশিগানের স্টুডেন্ট এডুকেশন 'হেক্সাস' ইউএসএ ও বাংলাদেশ এডুকেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

অত্যন্ত জমকালো আয়োজন ও তুমুল আনন্দ-উল্লাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে মিশিগানে হেক্সাস এডুকেশন ইউ.এস.এ'র ৫ম এবং হেক্সাস এডুকেশন, বাংলাদেশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো।
এ উপলক্ষে গত ১৯ জানুয়ারী রবিবার ওয়ারেন সিটিস্থ হেক্সাস কার্যালয়ে এক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মধ্যমনি ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ। এসময় অনুষ্ঠানে আগত সকল অতিথিদেরকে স্বাগত জানিয়ে এক অপরূপ সৌন্দর্য্যে মন্ডিত কেক কাটেন তরুণ উদিয়মান বাংলাদেশী বংশোভূত মার্কিন নাগরিক বিগ মার্চেন্ট জাহেদ আহমেদ। 
একপর্যায়ে প্রতিষ্ঠানের লক্ষ্য, অগ্রযাত্রা, সাফল্যের নানান দিক তুলে ধরেন জাহেদ আহমেদ। তখন মুহুর্মুহু করতালিতে ভালবাসায় শিক্ত হন জাহেদ। 
অনুষ্ঠানে অতিথিবর্গের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এস্ এন এস হোম লোনস ভাইস প্রেসিডেন্ট নাসির সবুজ, ওয়ারেন সিটি কাউন্সিলের প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার, কমিউনিটি নেতা বকুল তালুকদার এবং প্রিন্টিকো মিশিগানের প্রতিষ্ঠাতা ও সিইও আব্দুল হাকিম। 
এদিকে আগত অতিথি বক্তারা, হেক্সাস নামক প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রার ভূয়শী প্রশংসা করেন। সেই সাথে বক্তারা এও প্রত্যাশা করেন যে,সাফল্যের উচ্চ শিখরে অবস্থান নেয়া 'হেক্সাস' এডুকেশন যেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটি তথা মিশিগানবাসীর শিক্ষা ও উন্নয়নে আরো জুড়ালো ভূমিকায় অবতীর্ণ হয়। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেন হেক্সাস প্রতিষ্ঠাতা জাহেদ আহমেদ।

অনুষ্ঠানে প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী সহ আরো উপস্থিত ছিলেন, সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান-এর সাধারণ সম্পাদক খালেদ আহমদ রহিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও হেক্সাস এডুকেশনের ছাত্র-ছাত্রী।ভুরিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আফরোজা

×