ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি জাহাজ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৮, ২০ জানুয়ারি ২০২৫

গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি জাহাজ

ডুবে যাওয়া কার্গো জাহাজ

গঙ্গা নদীতে বাংলাদেশের কার্গো জাহাজ এমভি বছির উদ্দিন কাজি ডুবে গেছে। পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী থেকে ছাই নিয়ে বাংলাদেশে ফেরার সময় কার্গো জাহাজটি ডুবে যায়। গঙ্গায় তলিয়ে যাওয়ার সময় জাহাজটিতে কর্মীরা ছিল। এরই মধ্যে সেই কার্গো জাহাজটি পানি থেকে তোলার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিতে এসেছিল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এমডি বছির উদ্দিন কাজি। তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে ছাই বোঝাই করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। ঠিক সেই সময় বিপত্তি ঘটে।

জাহাজের কর্মীরা জানিয়েছেন, হঠাৎ জাহাজের তলায় একটি বিকট শব্দ হয়। তারপরই জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। এরপরই দেখা যায় জাহাজটি একটা দিক কাত হয়ে গেছে।

জাহাজে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই স্থানীয় প্রশাসন ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করে।

জানা গেছে, ছাই খালি করতে সাতদিনের মতো সময় লাগবে। এরপর জাহাজটি মেরামত করে ফের বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবে।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড। https://www.youtube.com/watch?v=sb1PJhzLBa0&t=2s

এম হাসান

×