ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

কি কারণে ডুবলেন বাইডেন?

প্রকাশিত: ১০:৩২, ২০ জানুয়ারি ২০২৫

কি কারণে ডুবলেন বাইডেন?

ছবি : সংগৃহীত

জো বাইডেন্টের চার বছরে নজির বিহীন শাসন দেখেছে মধ্যপ্রাচ্য। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছে বিশ্ব। অর্থনৈতিক ধস এবং বেড়েছে বেকারত্ব, পড়েছেন ছাত্র আন্দোলনের তলানিতে, নিজ দেশের নাকাল অবস্থা দেখেছেন নিজ চোখেই। 

সবমিলিয়ে খুব একটা ভালো অবস্থা ছিল না বাইডেন আমল। কমেছে অনেকটা জনপ্রিয়তা সেই সাথে বয়সের কারণে সরে দাঁড়াতে হয়েছে পদ থেকে।
 
দেশের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে এবং করোনা মহামারী থেকে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা থেকে মুক্তি পেতে শপথ গ্রহণ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কতটুকু সফল হতে পেরেছেন। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন। 

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বাইরে আমলে সবচেয়ে বিব্রতিকর বিষয় হিসেবে ভাবা হয়। অধিকাংশ মার্কিনী মনে করেন এই বিষয়টিকে খুবই বাজেভাবে বাস্তবায়ন করেছেন তিনি। আর মূলত এর রেশ ধরেই জনপ্রিয়তা কমতে থাকে বাইডেনের। জনপ্রিয়তা কমে দাঁড়ায় ৫৬ থেকে ৪৩ শতাংশে।
 
এমন ভাটা পড়তে থাকা জনপ্রিয়তার মধ্যে যেন ঘা হয়ে দাঁড়িয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পুরো ইউরোপ অস্থিতিশীল অবস্থায় পড়ে যায়। তার শাসন আমলে তিন বছরেও থামেনি সেই যুদ্ধ একই সাথে অর্থনৈতিক সাহায্যের নাম করে সামরিক সাহায্যই দিয়ে গেছে বারবার।
  
একই সাথে তলানিতে পড়ে তার জনপ্রিয়তা গাজা ইসরাইলের আগ্রাসনের কারণে। নিরীহ গাজাবাসীকে এমন নির্মমভাবে হত্যা করা যেন তিনি বৈধতা দিয়ে গেছেন বারবার।
 
হামাস নির্মূলের নাম করে প্রায় ৪৭ হাজার মানুষ নিশ্চিহ্ন হয়ে গেলেও থামেনি অস্ত্র সরবরাহ। বরং বেড়েছে বাইডেনের ইসরাইল প্রীতি। 
 
সীমান্তের কারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়েছেন। একই সাথে ভারতের সঙ্গে হয়েছে সম্পর্ক নষ্ট। গত চার বছরে যুক্তরাষ্ট্রে বেড়েছে অবৈধ অভিবাসন সাথে অবৈধ অভিবাসন সংক্রান্ত অন্যায়। 
 
এবারে ডেমোক্রেট প্রার্থীর হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয় এটিকে। এছাড়াও অর্থনৈতিক অনুন্নয়নের কারণ তো রয়েছেই। মূল্যস্ফীতিতে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=wYRpXuZfHAo

শিলা ইসলাম

×