টিকটক সাময়িকভাবে বন্ধ হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই, প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ঘোষণা করলেন,যা অনেকের চোখ কপালে তুলেছে। ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র ৫০% মালিকানা পেলে চীনা মালিকানাধীন এই জনপ্রিয় অ্যাপটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
ট্রাম্প ব্যাখ্যা করেন, টিকটক বন্ধ হলে ১৭ কোটি আমেরিকান এর সুবিধা থেকে বঞ্চিত হবেন। সবচেয়ে বড় কথা, তরুণদের সাথে যোগাযোগের একটি বড় মাধ্যম হারিয়ে যাবে। “আমাদের কিছু একটা করতেই হবে। এটা শুধু অ্যাপ নয়, বহু চাকরি ঝুঁকির মধ্যে পড়ে যাবে,” বলেন তিনি।
ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনার এক বিশাল সমাবেশে ট্রাম্প বলেন, কংগ্রেস একটি আইন পাস করেছে যেখানে টিকটককে চীনা কোম্পানি বাইটড্যান্স থেকে মালিকানা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। না মানলে, মার্কিন মাটিতে টিকটক নিষিদ্ধ হবে।
সমাধান হিসেবে ট্রাম্প বলেন, “ভাবলাম, কেন না একটা যৌথ উদ্যোগ শুরু করি। যদি অনুমোদন না পায়, টিকটক আর থাকবে না। কিন্তু আমরা অনুমোদন দেবো, আর আমেরিকা পাবে এর ৫০% মালিকানা।”
ট্রাম্প নিশ্চিত করেছেন, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো টাকা বিনিয়োগ করবে না, শুধু অনুমোদন দিয়ে কার্যক্রম চালানোর সুযোগ দেবে। তিনি সমাবেশে উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, “টিকটক নিয়ে আপনারা কী ভাবছেন? এটা দারুণ কাজ করবে, তাই না?”
আগামী সোমবার হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প এই নিয়ে একটি নির্বাহী আদেশে সই করবেন বলে জানান। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আইনটি বহাল রেখেছে যা টিকটককে মালিকানা বদলাতে বাধ্য করে।
সূত্র: USA Today
আফরোজা