ছবিঃ সংগৃহীত
পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও মুসলিমরা জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে ও আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গী তৃণমূলে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রোববার (১৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানান।
তিনি আরো বলেন, চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষের অসহযোগিতার জন্য। পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার, যারা জঙ্গীবাদ নির্মূলে কাজ করবে কেন্দ্রের সাথে। বাংলার মানুষকেই ঠিক করতে হবে তারা জঙ্গী, বিষাক্ত সাপ নিয়ে রাত্রীযাপন করবে নাকি সাপকে শেষ করে দিবে।
রিফাত