ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

পাপের শহরে দাবানলের পর ভয়াবহ রোগের থাবা!

প্রকাশিত: ২১:৪৪, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫১, ১৯ জানুয়ারি ২০২৫

পাপের শহরে দাবানলের পর ভয়াবহ রোগের থাবা!

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় দাবানল এবং রোগের প্রাদুর্ভাবের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি। আগুনে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পর, বর্তমানে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছড়িয়ে পড়েছে নরভাইরাস এবং পেটের নানা রোগ। ধনী, মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র সকলেই আশ্রয় নিচ্ছে কেন্দ্রে, কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছে না।

বাতাস ও পানি দূষিত হয়ে যাওয়ার পর, আশ্রয় কেন্দ্রগুলিতে দ্রুত ছড়াতে শুরু করেছে নরভাইরাস, যার ফলে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই ভাইরাস সাধারণত দ্রুত ছড়িয়ে পড়ে এবং বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা মানুষের জন্য এটি বিপজ্জনক হতে পারে।

এছাড়া, ছোট জায়গায় বেশি মানুষ থাকার কারণে রোগ ছড়ানোর ঝুঁকি আরও বেড়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় নরভাইরাসের প্রাদুর্ভাব এক দশকের মধ্যে সর্বোচ্চ, এবং চলতি বছর মাত্র আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫০০ জন আক্রান্ত হয়েছে, যা গত বছরের তুলনায় তিন গুণ বেশি।

দাবানল এবং রোগের সংক্রমণ প্রতিরোধে স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে যাচ্ছে, তবে আগুনের কারণে অনেক রাস্তাঘাট এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মকালের শুষ্ক আবহাওয়া এবং ঝোড়ো বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে আরও দ্রুত, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে।

ভিডিও দেখুন: https://youtu.be/_8x0CSAhZbA?si=vIfxEU5Lyxnpj54S

এম.কে.

×