ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ভারত এসে রাম রাম গাইতে হলো ইতালির নারীদের

প্রকাশিত: ২০:৩৭, ১৯ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫১, ১৯ জানুয়ারি ২০২৫

ভারত এসে রাম রাম গাইতে হলো ইতালির নারীদের

ছবি : সংগৃহীত

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এক নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনউতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে ইতালি থেকে আসা একটি নারী দল তাদের আধ্যাত্মিক সফরের অভিজ্ঞতা শেয়ার করেন। মহী গুরুজির নেতৃত্বে, এই দলটি ইতালিতে মেডিটেশন এবং যোগ প্রশিক্ষণ কেন্দ্র চালান।

মহিলারা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা থেকে ফিরে এসে রামায়ণ, শিব তাণ্ডব এবং বিভিন্ন ভজন গাইলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চে উপস্থিত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যান।

এদিকে, মেলার প্রথম সপ্তাহেই ১৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পুণ্য স্নান করেছেন। রোববার সকাল ৮টা পর্যন্ত সাঙ্গম তীরধামে ১০ লাখ কাল্পবাসী ও ৭ লাখ ২ হাজার তীর্থযাত্রী স্নান করেছিলেন। শীতের তীব্রতার মধ্যেও তীর্থযাত্রীদের সংখ্যা বাড়ছেই। গত ১৮ জানুয়ারি পর্যন্ত, মোট ৭৭ লক্ষের বেশি তীর্থযাত্রী সাঙ্গম তীরধামে স্নান করেছেন।

মহাকুম্ভ মেলা চলাকালীন, আরও চারটি বড় শাহী স্নানের দিন অপেক্ষা করছে—২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ১২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি। এই দিনগুলোতে স্নানের জন্য আরও লাখ লাখ তীর্থযাত্রী প্রয়াগরাজ আসবেন বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় গুরু মোরারী বাপু, যিনি শনিবার প্রয়াগরাজ পৌঁছেছেন, তিনি বলেন, "মহাকুম্ভের আয়োজন দারুণ হয়েছে। এটা সনাতন ধর্মের এক বিশাল উৎসব এবং আধ্যাত্মিক জগতের এক অমূল্য অংশ। আমি খুব আনন্দিত এখানে এসে।"

এছাড়া, বিদেশি তীর্থযাত্রীরা এবং দেশীয় তীর্থযাত্রীরা একত্রিত হয়ে প্রয়াগরাজের সাঙ্গম তীরধামে যোগ দিয়েছেন। এই মিলনমেলা, যা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ হিসেবে পরিচিত, সত্যিই এক অভূতপূর্ব অভিজ্ঞতা তৈরি করছে।

সূত্রঃ এনডিটিভি

মারিয়া

×