যুক্তরাজ্যে বেড়েই চলেছে গৃহহীন মানুষের সংখ্যা। ম্যানচেস্টার শহরে ডিসেম্বরের শেষের দিকে এক শীতল সন্ধ্যায় ভিক্ষা করছিলেন ৩৪ বছর বয়সী অ্যারন। তার লক্ষ্য অন্তত ১৭ পাউন্ড জোগাড় করা। কারণ তা না হলে তিনি হোস্টেল ভাড়া নিতে পারবেন না। ফলে তাকে হয়তো এই রাতটিও প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে কাটাতে হবে। তিন বছর ধরে এভাবেই দিন কাটছে গৃহহীন অ্যারনের। খবর দ্য ইকোনমিস্টের।
তিনি একা নন, ইংল্যান্ডে শীতের এই সময়টায় প্রায় নয় হাজার মানুষ উষ্ণতা বা আশ্রয় ছাড়াই রাত কাটাচ্ছেন। যদিও রাস্তার ওপর ঘুমানো (রাফ স্লিপিং) গৃহহীনতার সামগ্রিক সমস্যার একটি অংশ মাত্র, তবে এটিই সবচেয়ে দৃশ্যমান। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয়ে থাকা অসংখ্য মানুষ যোগ করলে ব্রিটেনে মোট গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৫৪ হাজারে। চ্যারিটি সংস্থা শেল্টারের তথ্যমতে, গত পাঁচ বছরে এই সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গৃহহীনতা মূলত আবাসন বাজার, সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং অন্যান্য সামাজিক সমস্যার জটিল সংযোগের ফল। গত জুলাই মাস থেকে ক্ষমতায় থাকা লেবার পার্টির সরকার গৃহহীনতা চিরতরে বন্ধ করার জন্য এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। গত ডিসেম্বর মাসে তারা স্থানীয় প্রশাসনের জন্য বরাদ্দ ২৮ শতাংশ বাড়িয়েছে। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম ২০১৭ সাল থেকে গৃহহীনতা কমাতে কাজ করছেন। তার এ বেড ফর এভরি নাইট প্রকল্পের মাধ্যমে প্রতি রাতে ৫৫০টি শয্যা প্রদান করা হয়, যার বার্ষিক খরচ ৫৫ লাখ পাউন্ড। তবে অভিবাসন ব্যবস্থাও এই সমস্যাকে জটিল করেছে।
যুক্তরাজ্যে গৃহহীনের সংখ্যা বেড়েই চলেছে
শীর্ষ সংবাদ: