ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ভারত মহাসাগরে চীনের দাদাগিরি মানবে না দিল্লি, নিচ্ছে প্রস্তুতি

প্রকাশিত: ২০:১৭, ১৯ জানুয়ারি ২০২৫

ভারত মহাসাগরে চীনের দাদাগিরি মানবে না দিল্লি, নিচ্ছে প্রস্তুতি

ছবি: সংগৃহীত।

ভারত মহাসাগরে ভারত ও চীনের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীন এই অঞ্চলে সামরিক প্রভাব বিস্তার করতে চাইলেও, ভারত তার প্রস্তুতি জোরদার করেছে। ভারত মহাসাগরে চীনের দাদাগিরি মোকাবিলায়, ভারত এখন শক্তিশালী করছে তার নৌবাহিনী। এই লক্ষ্যকে সামনে রেখে ভারত সাবমেরিন, ডেসট্রোয়ার, এবং ফ্রিগেট নামিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বুধবার মুম্বাইয়ের আরব সাগরের তীরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, “ভারত বিশ্বের একটি বড় মেরিটাইম শক্তি হয়ে উঠবে।” তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব বিস্তার করতে চীনকে মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ক্রমাগত চেষ্টা করছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে বলেন, “পূর্বে, আটলান্টিক মহাসাগরের কৌশলগত গুরুত্ব নিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হতো, কিন্তু এখন সেই জায়গাটা দখল করেছে ভারত মহাসাগর।” এ কারণে, ভারত মহাসাগর এখন আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে উঠেছে। ক্রমবর্ধমান এই প্রতিযোগিতার মধ্যে ভারত তার প্রতিরক্ষা বাহিনীকে নতুন করে সাজাতে চাচ্ছে, বিশেষ করে সোভিয়েত যুগের পুরোনো অস্ত্রপাতি থেকে মুক্তি পেতে।

গত বছর, ভারত দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি। ভারত তার নৌবাহিনীকে আধুনিক প্রযুক্তির অস্ত্র দিয়ে সজ্জিত করতে চায়। আগামী এক দশকের মধ্যে, ভারত তার যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা ১৫০ থেকে ১৭০ এ উন্নীত করার পরিকল্পনা করছে।

তবে, ভারত এখনও রাশিয়ার অস্ত্রশস্ত্রের উপর চরমভাবে নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে।

এইভাবে, ভারত তার সামরিক প্রস্তুতি জোরদার করে চীনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নুসরাত

×