ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

‘পিনিকে’ ঢালিউডের বুবলী

প্রকাশিত: ২০:১২, ১৯ জানুয়ারি ২০২৫

‘পিনিকে’ ঢালিউডের বুবলী

বছরের শুরুতেই ভক্ত সমর্থকদের চমক দিলেন ঢালিউড নায়িকা শবনম বুবলী।ভক্ত সমর্থকদের জন্য হাজির হলেন ‘পিনিক’ নিয়ে।প্রকাশ পেয়েছে বুবলীর নতুন সিনেমা ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টার। 

 শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ‘পিনিক’-এর পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে। 

স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।

পিনিকে’ বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

 

ফুয়াদ

×