ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেলেন যারা

প্রকাশিত: ১৭:২১, ১৯ জানুয়ারি ২০২৫

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেলেন যারা

ছবি: সংগৃহীত।

নির্বাচনী প্রচার থেকে শুরু করে প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ—সবকিছুতেই অভিনবত্বের ছোঁয়া রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তার নীতির মূলমন্ত্রই হলো "নতুনত্ব", এবং এতে তিনি আবারো প্রমাণ করলেন যে, প্রতিটি পদক্ষেপে তিনি চমক সৃষ্টি করতে জানেন। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন সোমবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিশেষ কিছু উপস্থাপন করবেন, সে ব্যাপারে নানা আলোচনা চলছে।

প্রসঙ্গত, সাধারণত প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানোর রীতি নেই, তবে ট্রাম্প এই পুরোনো রীতি ভেঙে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমন্ত্রণ পেয়েছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। তবে, অন্যদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম প্রথম সারিতে রয়েছে। মিলেই ইতোমধ্যেই তার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন। এর আগে, চলতি মাসের শুরুতে, মেলোনি ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে এক সফর করেছিলেন এবং ট্রাম্প তাকে ‘দুর্দান্ত নারী’ হিসেবে অভিহিত করেছিলেন। শপথ অনুষ্ঠানে তার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়, যদি কোনো বাধা না আসে।

এছাড়া, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু অরবানের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

এভাবে, ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে একে একে ভিন্ন ভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়ে বিশ্বরাজনীতিতে তার নিজস্ব প্রভাব প্রতিষ্ঠা করতে সচেষ্ট।

নুসরাত

×