ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানের অতিথির তালিকায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই তালিকা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপস্থিতি এবং চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ। ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালেও এখনো তার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি। চীনা নেতৃত্বের কড়া প্রটোকল এবং আন্তর্জাতিক ভ্রমণের দীর্ঘ প্রস্তুতি পর্বের কারণে চীনের প্রেসিডেন্ট অংশগ্রহণ করবে না বলে ধারণা করা হচ্ছে। তবে তার প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্ট কিংবা পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হতে পারে।
ট্রাম্পের হবু প্রেস সেক্রেটারি ক্যারোলিন বলেন, চীনের প্রতি ট্রাম্পের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এবং আলোচনার আগ্রহের প্রতিফলন এই আমন্ত্রণ। এটি আমেরিকা-চীন ভবিষ্যৎ দিক নির্দেশনা সম্পর্কে ভূমিকা রাখবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানো নিয়ে প্রশ্ন উঠেছে। মোদিকে বন্ধু বলে অভিহিত করা ট্রাম্পের কাছ থেকে এ ধরনের পদক্ষেপ অপ্রত্যাশিত ছিল।তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।
ইটালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানের শীর্ষক অতিথিদের মধ্যে রয়েছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রিত হলেও ব্যক্তিগত ব্যস্ততায় উপস্থিত হতে পারবেন না। এছাড়াও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ আমন্ত্রিত এ অনুষ্ঠানে।
তবে বাদ পরেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মত নেতারা। ট্রাম্পের আমন্ত্রণের তালিকা ও অংশগ্রহণকারীদের উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তার প্রতীক হয়ে উঠতে পারে।
রিফাত