ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এটি।
এটি একটি লং মার্চ ২ডি রকেট যা ১৬ জানুয়ারি রাতে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর সাথে পাকিস্তানের স্যাটেলাইট ‘পিআরএসসি-ইও১’ এবং দুটি চীনা স্যাটেলাইট পাঠানো হয়েছে।
চীন এবং পাকিস্তানের মহাকাশ সম্পর্ক শক্তিশালী, এবং পাকিস্তান ২০২৩ সালের অক্টোবর মাসে চীনের আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র প্রকল্পে অংশগ্রহণ করেছে।
‘পিআরএসসি-ইও১’ পাকিস্তানের জন্য প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট, যা পূর্বের স্যাটেলাইটগুলির সাথে মহাকাশে যুক্ত হবে। এই স্যাটেলাইটটি ভূমি মানচিত্রণ, কৃষি শ্রেণীবিভাগ এবং মূল্যায়ন, নগর ও গ্রামীণ পরিকল্পনা, পরিবেশগত নজরদারি, প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ রক্ষা সহ বিভিন্ন কাজে সহায়ক হবে।
যদিও ভারত পুরো বিষয়টি ভালভাবে দেখছেন না বলে প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা। তাদের মতে, বিশেষজ্ঞদের একটি অংশের মতে, এটা মনে রাখা উচিত যে পাক উপগ্রহটি চীন থেকে উৎক্ষেপিত হয়েছে। এই চীনের বিরুদ্ধে একাধিকবার উপগ্রহের মাধ্যমে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে চীন উপগ্রহের মাধ্যমে সারা পৃথিবীজুড়ে নজরদারি করে থাকে। নজরদারি নিয়ে আমেরিকা এবং চিনের মধ্যে দ্বন্দ্বও অব্যাহত রয়েছে। ২০২৩ সালে চিন ‘ইয়াওগান-৪১’ নামক একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে, যা ‘লং মার্চ ৫’ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়, এটি চীনের অন্যতম শক্তিশালী রকেট। এমন দাবি উঠেছিল যে, এই উপগ্রহটি নজরদারি এবং সামরিক কাজে ব্যবহৃত হতে পারে, বিশেষ করে সামরিক উদ্দেশ্যে। তবে চীন সরকার দাবি করেছে, ‘ইয়াওগান-৪১’ শুধুমাত্র অসামরিক কাজ, যেমন জমি জরিপ এবং পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে সামরিক সম্পর্ক নেই। এখন, যখন পাকিস্তানও চিন থেকেই উপগ্রহ উৎক্ষেপণ করছে, তখন বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি প্রশ্ন করা হচ্ছে, কি পাক উপগ্রহটিও নজরদারি কাজে ব্যবহৃত হতে পারে?
সূত্র: আনন্দবাজার পত্রিকা
নাহিদা