ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চলে দাবানলের তাণ্ডবে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস, এবং পানির অভাবে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক।
দাবানলের আগুন নেভাতে দমকল বাহিনীকে পানির জন্য হিমশিম খেতে হচ্ছে। হাইড্র্যান্টে পানি না থাকায় রাস্তার হোস পাইপের মাধ্যমে বিকল্প পানির ব্যবস্থা করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সংকটের জন্য কিছু নীতিগত সমস্যা দায়ী।
ক্যালিফোর্নিয়ায় ডেল্টা স্মেল্ট নামের একটি ছোট মাছ সংরক্ষণের জন্য পানি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। পরিবেশবিদদের মতে, এই মাছটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। তবে জলজ প্রাণী সংরক্ষণের এই উদ্যোগকে কেন্দ্র করে পানির সরবরাহ কমে গেছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং গভর্নর গ্যাভিন নিউসমের নীতির কঠোর সমালোচনা করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, ক্যালিফোর্নিয়া সরকার মানুষের চেয়ে মাছের সংরক্ষণকে বেশি গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, "ডেল্টা স্মেল্টের জন্য পানির প্রবাহ নিয়ন্ত্রণ করায় দাবানল মোকাবেলায় পানি সংকট সৃষ্টি হয়েছে।" অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের এই মন্তব্যকে "রাজনৈতিক প্রচারণা" বলে উল্লেখ করেছেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=U8Zi_9LZClo
জাফরান